আমার গাঁয়ের ধুলোমাটি
গন্ধ সুধা মাখা,
চোখ জুড়ানো মনভোলানো
গাঁয়ের ছবি আঁকা।
গাঁয়ের পথে এঁকেবেঁকে
আম কাঁঠালের সারি,
ওই গাঁয়েতে শীতল ছায়ায়
আমার ছোট্ট বাড়ি।
বাঁশ বেথুনের ঝোপেঝাড়ে
পাখির কলতান,
সকাল সন্ধ্যা মধুর সুরে
জুড়ায় সবার প্রাণ।
গাঁয়ের পাশে ছোট্ট নদী
চলে ভাটির টানে,
মাঝি চলে নৌকা বেয়ে
ভাটিয়ালি গানে।