বর্ষা শেষে সারা মাঠে
কলমি ফুল ফোটে,
মিষ্টি মিষ্টি রোদের ছোঁয়ায়
মনের আবেশ ওঠে।
বেগুনি-সাদায় সাজে কত
খাল-বিল আর মাঠ,
কলমি ফুলে ভরে ওঠে
গাঁয়ের পুকুর ঘাট।
সাদা সাদা ফুলগুলো সব
ভোরের রোদে হাসে,
তারার মতো ফুটে ওঠে
শিশিরভেজা ঘাসে।
মৌমাছিরা দলে দলে
মাঠের দিকে যায়,
ভোমরা এসে মনের সুখে
কলমি মধু খায়।
নেই সৌরভ নেই তো সুবাস
কদর আছে শাকে,
কলমি ফুলের স্বপ্ন চোখে
হেমলক্ষ্মী থাকে।