গাইছে দেখো নবান্নের গান
চাষি যত আছে,
আমন ধান পেকে আছে
এই কার্তিক মাসে।
বারো মাসে তেরো পার্বণ
আমাদের এই দেশে,
হিন্দু বাড়ির পুজোর ঢোল
কানে আসে ভেসে।
চাষির বউ ব্যস্ত এখন
পিঠাপুলি নিয়ে,
কত রকম পিঠা বানায়
নারকেল গুড় দিয়ে।
গাইছে দেখো নবান্নের গান
চাষি যত আছে,
আমন ধান পেকে আছে
এই কার্তিক মাসে।
বারো মাসে তেরো পার্বণ
আমাদের এই দেশে,
হিন্দু বাড়ির পুজোর ঢোল
কানে আসে ভেসে।
চাষির বউ ব্যস্ত এখন
পিঠাপুলি নিয়ে,
কত রকম পিঠা বানায়
নারকেল গুড় দিয়ে।