ধানের শীষে লেপ্টে থাকে
শিশিরকণার জল,
আলতো করে ছুঁয়ে দিলে
করে টলোমল।
নরম হাতের পরশ পেয়ে
শিশিরকণা ছোটে,
পুব আকাশের কিরণ পেয়ে
ধানের শীষ ফোটে!
খালি পায়ে হাঁটতে গেলে
লাগে মনে দোলা,
শিশিরকণার পরশ পেতে
পা রাখি যে খোলা।
ভেজা পায়ে নরম মাটির
আহা কী যে ঘ্রাণ,
পল্লি বাংলার মাটির প্রতি
আছে সবার টান।
ধানের শীষের ডগায় ডগায়
মুক্তা রাশিরাশি,
অপরূপ এই দৃশ্য দেখতে
রোজ সকালে আসি।