দোয়েলের দুই ছানা
ঘুরে শুধু টইটই,
মা দোয়েল বলে দুই
ফাঁকিবাজ কই কই?
ছানা দুটি ফুলবনে
করে শুধু হইচই,
মায়ের মুখেতে কেন
তিতা কথা বই বই?
ছানাদের মুখ ভার
বকা খায় রাতদিন,
ইশকুলে যায় নাই
গুনে গুসে সাতদিন!
কাল নাকি ভোর বেলা
যেতে হবে ইশকুলে!
পাখিরা কি ভালো থাকে
মধুমাখা শিস ভুলে!