এখন থেকে পড়তে হবে
পাইতে হবে এ প্লাস
পাঠশালাতে যাইতে হবে
করতে হবে সব ক্লাস।
কোন মতো পড়া লেখা
যেন তেন ছবি আঁকা
এখন আর চলবে না
ছলে বলে অজুহাতে
যে কোনো পরীক্ষাতে
পার পাওয়া যাবে না।
বদলে গেছে পড়ার ধরন
ফিরে যাই টেবিলে
ফাঁকি ঝুঁকি ছেড়ে দিয়ে
চলো যাই স্কুলে।
এখন থেকে পড়তে হবে
পাইতে হবে এ প্লাস
পাঠশালাতে যাইতে হবে
করতে হবে সব ক্লাস।
কোন মতো পড়া লেখা
যেন তেন ছবি আঁকা
এখন আর চলবে না
ছলে বলে অজুহাতে
যে কোনো পরীক্ষাতে
পার পাওয়া যাবে না।
বদলে গেছে পড়ার ধরন
ফিরে যাই টেবিলে
ফাঁকি ঝুঁকি ছেড়ে দিয়ে
চলো যাই স্কুলে।