প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স থিয়েটারে পারফর্ম করতে যাচ্ছে ব্যান্ড দল ‘অ্যাশেজ’। ঐতিহাসিক এ স্থানে দলটি পারফর্ম করবে ৫ অক্টোবর। কনসার্টের জন্য ‘অ্যাশেজ’ উড়াল দিচ্ছে আজ। কনসার্ট শেষ করে ৯ অক্টোবর দেশে ফিরবে দলটি। এটি তাদের যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সফর।
ব্যান্ডের ভোকাল জুনায়েদ ইভান বলেন, ‘কুইন্স থিয়েটারে আমরা একক শো করতে যাচ্ছি। আমরা খুব এক্সাইটেড। এ জায়গার কথা অনেক শুনেছি। আমরা অপেক্ষায় সেখানকার দর্শকদের সেরা মুহূর্ত উপহার দিতে।’ তিনি বলেন, দেশে ও দেশের বাইরে দলটির কনসার্টের সংখ্যা আগে থেকে বেড়েছে। গেল জুলাইয়ে কানাডার পাঁচটি শহরে কনসার্ট করেছে দলটি। চলতি বছরের শেষে নতুন অ্যালবাম আনতে যাচ্ছে ‘অ্যাশেজ’। ১০টি গান দিয়ে সাজানো এ অ্যালবামের শিরোনাম ‘বিভ্রম’। ব্যান্ডের বর্তমান লাইনআপে আছেন জুনায়েদ ইভান (ভোকাল), সুলতান রাফসান খান (গিটার), ওয়াহিদ উজ জামান (বেজ গিটার), আদনান বিন জামান (কি-বোর্ড), তৌফিক আহমেদ বিজয় (ড্রামস)।