বর্তমানে ‘সুইট প্রেমিক’ নামে একটি নাটকে অভিনয় করছেন নিলয়। নাটকটি নিয়ে মজা করে এই অভিনেতা বলেন, ‘চাচিকে বললাম, চুল কাটা ভালো না হলে টাকা দেব না। চাচি বললেন, ‘তোমাকে আমার ভালো লাগছে, টাকা লাগবে না, কিন্তু ডলার দিও।’ নিলয়ের ইউটিউবকেন্দ্রিক নাটকে ব্যস্ততা বেশি। একাধিক নায়িকার সঙ্গে জুটি বেঁধে কাজ করলেও নিলয়-হিমি জুটি বেশ জনপ্রিয়। এবার ‘সুইট প্রেমিক’ নামে একটি নাটকে তাকে দেখা যাবে এমনই ব্যতিক্রমী এক চরিত্রে। এতে তার বিপরীতে রয়েছেন তানিয়া বৃষ্টি, শান্তি রহমান, অর্পা, স্নেহা, অরিন ও অন্বেষা। এ ছাড়াও দেখা যাবে মনিরা মিঠু, মাসুম বাসারকে। নাটকটি রচনা করেছেন ফরিদুল ইসলাম নির্ঝর। নাটকটি জাগো এন্টারটেইনমেন্ট ইউটিউবে প্রচার হয়। আলমগীর হোসেন নিলয় ২০০৯ সালে বিএফডিসি, মার্কেট একসেস গ্রুপ ও এনটিভি আয়োজিত ফেয়ার অ্যান্ড লাভলী সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। মাসুদ কায়নাত পরিচালিত ‘বেইলী রোড’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন।