দেশে স্ট্যান্ডআপ কমেডির জনপ্রিয়তা বাড়ছে ধীরে ধীরে। এই ধারাকে এগিয়ে নিতে নতুন এক উদ্যোগ নিয়ে আসছেন জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান আবু হেনা রনি। ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স’-এর মাধ্যমে আলোচনায় আসা এই শিল্পী চালু করছেন প্রতিষ্ঠান ‘স্কুল অব কমেডি’, যার হেডমাস্টার আবু হেনা রনি নিজেই। প্রতিষ্ঠানটির স্লোগান, ‘এখানে উচিত শিক্ষা দেওয়া হয়’। স্ট্যান্ডআপ কমেডিতে আগ্রহী তরুণদের তৈরি করতেই এ উদ্যোগ নিয়েছেন রনি। ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে বিশ্বসাহিত্য কেন্দ্রের জাহেদ হাসান মিলনায়তনে সন্ধ্যা ৭টায় স্কুল অব কমেডির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধন করবেন গ্র্যান্ড ফাদার অব জোকস ও উন্মাদ লেখক আহসান হাবীব।
এই আয়োজনে থাকছে আবু হেনা রনির একক কমেডি শো। আয়োজনে ব্যাকবেঞ্চারস কমিউনিকেশনস। স্কুল অব কমেডির হেডমাস্টার আবু হেনা রনি বলেন, ‘আমরা প্রতিদিন একটু একটু করে হাসতে ভুলে যাচ্ছি। সেই ভুলটা শোধরাতেই বাংলাদেশে আসছে স্কুল অব কমেডি। এটি কেবল একটি স্ট্যান্ডআপ কমেডি শো বা কোর্স নয়, বরং ভবিষ্যতে এটি একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে জীবনের নানান ক্ষেত্রে হাসি ও আনন্দের গুরুত্ব তুলে ধরা হবে।’ উল্লেখ্য, মীরাক্কেলস্টার রনি সম্প্রতি নতুন কুঁড়ির বিচারক হিসেবে গল্প ও কৌতুক বলা অডিশন রাউন্ডে ছিলেন, যেখানে কৌতুক বলা নতুন করে যুক্ত করা হয়েছে। তিনি হাসো এর সিজন সাত শেষ করেছেন, সামনে সিজন ৮ করবেন। করছেন ‘টক ঝাল মিষ্টি’ শো। পাশাপাশি নাটক-চলচ্চিত্রেও অভিনয় করেছেন।