বাংলাদেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট চ্যানেল, চ্যানেল আই পথচলার ছাব্বিশ বছর পার করে এবার পা রাখল সাতাশ বছরে। পেশাদারি, নতুনত্ব, সৃজনশীলতা ও তারুণ্যের জয়গান গেয়ে চ্যানেল আই-এর অভিযাত্রা। সাতাশ বছরে এসে চ্যানেল আইয়ের সেøাগান ‘আনন্দ উচ্ছ্বাসে চ্যানেল আই সাতাশে’। ১৯৯৯ সালের ১ অক্টোবর পথচলা শুরু হয়। এ বছর চ্যানেল আই প্রাঙ্গণে থাকছে না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কেক কাটার আয়োজন। তবে বর্ণিল বর্ণাঢ্য আয়োজনে পর্দাজুড়ে থাকবে জন্মদিনের উচ্ছ্বাস। এ আয়োজনের মধ্যে থাকছে সকাল ১০টায় জিল্লুর রহমানের উপস্থাপনায় ‘তৃতীয় মাত্রা’র বিশেষ পর্ব, বেলা ১১টা ৫ মিনিটে শাইখ সিরাজের পরিকল্পনা ও পরিচালনায় ‘আলো ছায়ার শ্বেতপত্র’, ১২টা ৫ মিনিটে বিশেষ তারকাকথন অতিথি হিসেবে থাকবেন মেহজাবীন, ২টা ৩০ মিনিটে অনন্য মামুন পরিচালিত চলচ্চিত্র দরদ, বিকাল ৫টা ৩০ মিনিটে হাশিম মাহমুদ-এর মায়ের জন্য গান যেটির উপস্থাপনায় আফসানা মিমি, পরিচালনায় অনন্যা রুমা। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ‘সেই টেলিভিশন এই টেলিভিশন’ রাজু আলীমের প্রযোজনায় উপস্থাপনা করেছেন আফজাল হোসেন- অতিথি থাকবেন তারিক আনাম খান, মোহসিনুল হাকিম, ড. জালালউদ্দিন। রাত ৯টা ৪০ মিনিটে ‘ফার্স্ট টোপ’ ১৯৯৯-এর ১ অক্টোবর সন্ধ্যা ৬টায় চ্যানেল আইয়ের ট্রান্সমিশন শুরুর প্রথম টেপ নিয়ে শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘ফার্স্ট টেপ’, এ অনুষ্ঠানে যারা কথা বলেছেন- ইমদাদুল হক মিলন, গীতালি হাসান, নিমা রহমান, ঈশিতা, আগুন, আবদুন নূর তুষার, মেহরীন ভূঁইয়া, রম্য রহিম, রুমা এবং শুভ।