নতুন আরেকটি গানে কণ্ঠ দিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। তার সঙ্গে গেয়েছেন তরুণ কণ্ঠশিল্পী মেজবা শরীফ। গানের শিরোনাম ‘লাগছে দিলে চোট’। গানের কথা ও সুর করেছেন মেজবা শরীফ নিজেই। সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। ন্যান্সি বলেন, ব্যস্ততার কারণে বেশ কয়েক দিন গান থেকে বিরত ছিলাম। আবারও নতুন গান নিয়ে আসছি। মেজবা শরীফ তরুণ শিল্পীদের মধ্যে ভালো কাজ করছে। আশা করি, আমাদের গানটি ভালো লাগবে। মেজবা শরীফ বলেন, গানটি আমি প্রথমে একাই গাওয়ার কথা ভেবেছিলাম। পরে মনে হলো, ন্যান্সি আপুকে যুক্ত করা যায়, এতে এক অন্যরকম মাত্রা পাবে। এটা আমাদের প্রথম গান, তাই আমি খুবই আনন্দিত।’