শারদীয় দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, বরং বাংলার সংস্কৃতির এক প্রাণবন্ত রূপ। আনন্দ, সাজসজ্জা আর পূজার পবিত্র আবহে যখন ঢুকে পড়ে তারকাদের উপস্থিতি, তখন পূজামন্ডপ যেন হয়ে ওঠে আলোকিত এক মঞ্চ, যেখানে দেবী আর ভক্তের মাঝে মিশে থাকে মানুষী আবেগও। সেরকমই এক মুহূর্ত ধরা পড়ল সম্প্রতি ক্যামেরায়। চোখ বন্ধ করে, দুই হাত জোড় করে প্রার্থনায় নিমগ্ন এক মুখ। তিনি ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরী। তিনি কোনো চরিত্রে অভিনয় করছেন না, কোনো দৃশ্য ধারণ চলছে না। তিনি এখানে নায়িকা নন, একজন মেয়ে, একজন ভক্ত, যিনি আপন মনে প্রার্থনা করছেন দেবী দুর্গার চরণে। প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, পূজার গলায় সোনালি গয়না, সূক্ষ্ম রেশমের শাড়ি আর অনাবিল সাজ, যা মনে করিয়ে দেয় সাবেকী দেবীভাব। চারপাশে পূজার ভক্তরা; কেউ উলুধ্বনি করছেন, কেউ মন্ত্র জপে। তার মাঝেও তিনি একা, নিজস্ব বিশ্বাস আর আত্মিক সংযোগে স্থির। নায়িকারা সাধারণত আলোয় থাকেন, ক্যামেরার ফ্রেমে থাকেন। কিন্তু এই ছবি এক নীরব বিপরীত, এখানে আলো নেই, অভিনয় নেই, শুধু প্রার্থনা আছে। পূজা কেবল আনুষ্ঠানিকতা নয়, তা এক অন্তরের আহ্বান। ছবিগুলো তার এক নিখাদ প্রতিচ্ছবি।