ইমেরিটাস অধ্যাপক ও সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলামের হার্টে অস্ত্রোপচার করে রিং পরানো হয়েছে। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন।
গতকাল শনিবার চিকিৎসকের বরাত দিয়ে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান তার সহকর্মী অধ্যাপক ফখরুল আলম।
তিনি বলেন, শুক্রবার সকালে সৈয়দ মনজুরুল ইসলামকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। জরুরি বিভাগ থেকে পরীক্ষা করে চিকিৎসক জানান, তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। এরপর অস্ত্রোপচার করে শনিবার সকালে দুইটা রিং পরানো হয়। বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বলা যায় আগের চেয়ে অবস্থার উন্নতি হয়েছে।
সৈয়দ মনজুরুল ইসলাম ১৯৫১ সালের ১৮ জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে 'ইয়েটসের কবিতায় ইমানুয়েল সুইডেনবার্গের দর্শনের প্রভাব' বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
পেশাগত জীবনে সৈয়দ মনজুরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তিনি সাহিত্যিক, অনুবাদক ও প্রাবন্ধিক হিসেবেও পরিচিত।
বিডি প্রতিদিন/জুনাইদ