কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের(ডিএই) মহাপরিচালক কৃষিবিদ মো. ছাইফুল আলম বলেন, কৃষি প্রযুক্তি, আধুনিক চাষাবাদ পদ্ধতি, ফসলের উন্নত জাত, পরিবেশের ক্ষতি না করে জৈবিক পদ্ধতিতে ফসল উৎপাদন বাস্তবায়নের জন্য কৃষকদের কাছে থেকে উৎসাহ উদ্দীপনা অব্যাহত রাখতে হবে। ফসলের রোগ ও পোকামাকড়ের উপস্থিতি নিয়িমিত পর্যবেক্ষণ করতে হবে। বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি কৃষির সাথে ওতোপ্রতভাবে জড়িয়ে আছে। তরুণ প্রজন্মের কাছে কৃষি কাজকে জনপ্রিয় করে তোলা এখন সময়ের দাবি।
ডিএই কুমিল্লা অঞ্চলের আয়োজনে রবি মৌসুমের ফসল উৎপাদন পরিকল্পনা বিষয়ক ডিএই কুমিল্লার উপপরিচালকের প্রশিক্ষণ কক্ষে সোমবার আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন, ডিএই, কুমিল্লা ও চাঁদপুর জেলার কর্মকর্তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ডিএই, কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আজিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, ডিএই চাঁদপুর জেলার উপপরিচালক কৃষিবিদ মো. আবু তাহের, ডিএই কুমিল্লা জেলার উপপরিচালক কৃষিবিদ মো. মিজানুর রহমান, কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের পরিচালক মোহাম্মদ রাশেদ হাসনাত।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন