আসন্ন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচিতে পরিবর্তন হয়েছে।
তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৫ অক্টোবর বাংলাদেশে পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সাথে আলোচনার পর সূচিতে সামান্য পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সূচি অনুযায়ী ২০ অক্টোবরের দ্বিতীয় ওয়ানডে ২১ অক্টোবর এবং প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি ২৬ ও ২৮ অক্টোবরের পরিবর্তে ২৭ ও ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।
পূর্বের সূচি অনুযায়ী প্রথম ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে-১৮ ও ২৩ অক্টোবর এবং তৃতীয় টি-টোয়েন্টি ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে।
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষে ১ নভেম্বর বাংলাদেশ ছাড়বে ওয়েস্ট ইন্ডিজ।
২০১৮ সালে বাংলাদেশের মাটিতে সর্বশেষ টি-টোয়েন্টি এবং ২০২১ সালে ওয়ানডে সিরিজ খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ।
বিডি-প্রতিদিন/বাজিত