রাষ্ট্র সংস্কারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।
মঙ্গলবার নারায়ণগঞ্জ শহরের কালীরবাজার এলাকায় এই লিফলেট বিতরণ করেন তিনি। পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান খোরশেদ।
এসময় খোরশেদ বলেন, বিবিসি বাংলায় সাক্ষাৎকারে তারেক রহমান প্রমাণ করেছেন তিনিই আগামীর নিরাপদ বাংলাদেশ গড়বেন। তিনি প্রতিহিংসার রাজনীতি ত্যাগ করে ন্যায়বিচারের কথা বলেছেন।
এসময় নারায়ণগঞ্জ বিএনপি নেতা শাহজাহান খন্দকার, হারুন জামাল, মো. মুসা, আনোয়ার মাহমুদ বকুল, নুরুল হক চৌধুরী দিপু, রানা মুজিব, আক্তার হোসেন খোকন শাহ, শওকত খন্দকার, নাজমুল কবীর নাহিদ, জুয়েল রানা, সুমন ভূঁইয়া, রানা মুন্সী, মো. মুসা, ওসমান গনি, মো. মিঠু, কাওসার জুলহাস, জামাল হোসেন, নুরুল্লাহ খন্দকার, মাসুম খন্দকার, মাসুদ আহমেদ, রাজীব হোসেনসহ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্নস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জুনাইদ