জয়পুরহাট-১ (সদর পাঁচবিবি) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিবিদ সামছুল আলম দুদু, তার স্ত্রী মেহের নিগার এবং দুই সন্তান সোহেলী নাজমিন তানিয়া ও মেহেরাজ আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ দুদক-এর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানান।
আবেদনে উল্লেখ করা হয়েছে, সামছুল আলম দুদুর বিরুদ্ধে ২০১৪ সালে নির্বাচনের হলফনামায় তার সম্পদ দেখানো হয় ২০ লাখ ২৮ হাজার টাকা। কিন্তু বর্তমানে দেড় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য দুই সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।
অনুসন্ধানকালে জানা যাচ্ছে যে, সামছুল আলম দুদু সংসদ সদস্য থাকাকালীন নিজের ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বিপুল সম্পদ অর্জনপূর্বক মানিলন্ডারিং এর মাধ্যমে তা অন্যত্র হস্তান্তর করার প্রায়াশ চালিয়ে যাচ্ছেন।
তারা যাতে দেশত্যাগ না করতে পারেন, সে বিষয়ে ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগে পত্র প্রেরণসহ প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদানে মহোদয়ের সদয় মর্জি হয়।
বিডি-প্রতিদিন/বাজিত