কক্সবাজারের টেকনাফ পৌরসভার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে ক্যাম্প থেকে এসে অবৈধভাবে বসবাসকারী ১৩ জন রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয়দানকারী দুইজনকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার দুপুরে এ তথ্য জানিয়েছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক।
তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে টেকনাফ পৌরসভার কে কে পাড়া এলাকায় আব্দুল্লা ম্যানশনে বিশেষ অভিযান পরিচালনা করে রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে বাইরে বসবাস করার অভিযোগে রোহিঙ্গাদের আটক করা হয়।
আ. ম. ফারুক জানান, আটকদের মধ্যে নারী ও শিশুসহ ১৩ জন রোহিঙ্গা রয়েছে। এদের পরিচয় নিশ্চিত করে ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। তাদের আশ্রয় দেওয়ায় টেকনাফ পৌরসভার কে কে পাড়ার ওমর হামজার ছেলে আল্লাহ (২৭) ও একই এলাকার মৃত হাসান শরীফের ছেলে মো. ফৈয়াজকেও (৬৫) আটক করা হয়েছে।
আটকদেরকে বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/কেএ