গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্রেফতার যুবলীগ নেতা মমিনুল শেখ মোমিনকে (৩৫) কারাগারে পাঠানোর আদেশ নিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।
গ্রেফতার মমিনুল শেখ মোমিন গোবিন্দগঞ্জ পৌরসভার বুজরুক বোয়ালিয়া হীরকপাড়া এলাকার নজরুল ইসলাম শেখ ওরফে নজ্জু মিয়ার ছেলে। তিনি পৌর যুবলীগ নেতা এবং নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ওয়ার্ড সাধারণ সম্পাদক।
এর আগে, সোমবার রাত আড়াইটার দিকে উপজেলার ওই এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলায় অভিযুক্ত মোমিনুলকে আটক করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, মোমিনুলের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আজ দুপুরে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিডি প্রতিদিন/কেএ