ইসরায়েল ভিত্তিক আইনগত প্রতিষ্ঠান আদালাহ জানিয়েছে, গাজায় সহায়তা নিয়ে যাওয়ার পথে আটক হওয়া ছয়জন সক্রিয়কর্মী এখনও ইসরায়েলের হেফাজতে রয়েছেন। এই আটকদের মধ্যে রয়েছে নরওয়ে, মরক্কো এবং স্পেনের নাগরিকরা। আদালাহ তাদের তৎক্ষণাৎ মুক্তি দাবি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা।
আদালাহ-এর বিবৃতির বরাতে আল জাজিরা জানায়, 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ছয়জন সদস্য, যাদের অবৈধভাবে আটক ও হেফাজতে নেওয়া হয়েছে, তারা এখনও ইসরায়েলের হেফাজতে রয়েছেন।'
আইনজীবীরা বুধবার ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে আটককৃতদের সাক্ষাতের আবেদন জানিয়েছেন, যদি তারা এখনও হেফাজতে থেকে থাকেন। স্পেনের সক্রিয়কর্মী রেইস রিগো সার্ভিলা-র আটক এক সপ্তাহ বাড়ানো হয়েছে বলে ইসরায়েলি মিডিয়া আগে জানিয়েছে।
গত সপ্তাহে, ইসরায়েলি নৌবাহিনী গাজার অবৈধ অবরোধকে চ্যালেঞ্জ জানাতে যাওয়া ৪০টিরও বেশি নৌকার ফ্লোটিলা জব্দ করে এবং ৫০টিরও বেশি দেশ থেকে আসা ৪৭০ এর বেশি সক্রিয়কর্মীকে আটক করে।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/মুসা