মেকআপ এখন কেবল বিশেষ দিনের জন্য নয়, বরং প্রতিদিনের ফ্যাশনে এক অপরিহার্য অংশ। কর্মব্যস্ততা ও সময়ের অভাবে সবসময় পারলারে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। কিন্তু সঠিক কৌশল জানা থাকলে ঘরে বসেই নিখুঁত বেইজ মেকআপ করা যায়। ফলে আপনি হয়ে উঠতে পারেন নিজেই নিজের বিউটিশিয়ান। জেনে নিন, কীভাবে আপনার ত্বককে তৈরি করে সহজ ধাপে আকর্ষণীয় লুক দেবেন।
নিখুঁত মেকআপ বেইজ
► পরিষ্কার ও টোনিং : প্রথমে মুখ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। তৈলাক্ত ত্বকে টোনার ব্যবহার করুন। যদি টোনার ব্যবহার না করেন, তবে ওয়াটার বেইসড, অয়েল-ফ্রি ময়েশ্চারাইজার লাগান। শুষ্ক ত্বকে অবশ্যই উপযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি। এটি শোষণে পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করুন।
► দাগ আড়াল করুন : এবার কনসিলারের পালা। চেহারায় থাকা কালো ছোপ, দাগ বা স্পটগুলোতে আলতো করে কনসিলার লাগিয়ে নিন। আপনার ত্বকের রঙের চেয়ে এক শেড গাঢ় কনসিলার বেছে নিন এবং আঙুলের সাহায্যে আলতো করে দাগের ওপর মিশিয়ে দিন।
ফাউন্ডেশন ও ফিনিশিং
► ফাউন্ডেশন নির্বাচন : গরমে বা দিনের বেলায় লিকুইড
ফাউন্ডেশন এড়িয়ে চলুন। এর বদলে প্রেসড পাউডার বা ডুয়েল ফিনিশড ফাউন্ডেশন ব্যবহার করুন। তবে ফাউন্ডেশনের রং অবশ্যই ত্বকের সঙ্গে পুরোপুরি মিলিয়ে হতে হবে। রাতে যদি স্টিক ফাউন্ডেশনের বদলে প্যান কেক ব্যবহার করেন, তবে এর ওপর লুজ পাউডার লাগিয়ে নিতে পারেন।
► সেটিং টিপস : ফাউন্ডেশনের পর মেকআপ সেট করার জন্য এক টুকরো বরফ পুরো মুখে হালকাভাবে ঘষে দিন। মেকআপ দীর্ঘক্ষণ স্থায়ী হবে।
ফাউন্ডেশন ছাড়া ঝটপট লুক
► মিনারেল পাউডার : ফাউন্ডেশন ব্যবহার করতে না চাইলে মিনারেল পাউডার লাগাতে পারেন। পাউডার ব্রাশের সাহায্যে এটি ত্বকের সঙ্গে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে।
► ব্রোঞ্জার ও লুমিনেটর : ত্বকে উষ্ণতা ও সংজ্ঞা যোগ করতে নিজের শেড বুঝে ব্রোঞ্জার ব্যবহার করুন। যাদের ত্বক প্রাকৃতিকভাবেই ভালো, তারা লুমিনেটর লাগাতে পারেন। এই লিকুইড লোশন ত্বকে একটি উজ্জ্বল আভা আনে, যা রাতে আরও বেশি আকর্ষণীয় লাগে।
চোখের সাজ : যত কম, তত ভালো
ব্যাসিক মেকআপে চোখের সাজে বাড়তি মনোযোগ দেওয়ার দরকার নেই। দিনের বেলায় হালকা মেকআপে নিজেকে সাজিয়ে তুলতে কাজলের ভূমিকা অনস্বীকার্য। দিনের সাজে স্মাজপ্রুফ কাজল ব্যবহার করুন। রাতে চোখের সাজে একটু গভীরতা আনতে মাশকারা এবং আইলাইনার ব্যবহার করুন।