মাসকারা চোখকে আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তুললেও, এটি তোলার ভুল পদ্ধতি চোখ ও পাপড়ির মারাত্মক ক্ষতি করতে পারে। মাসকারা লাগানোর পর অনেকেই তা তুলতে গিয়ে আলস্য করেন বা না তুলেই ঘুমিয়ে পড়েন, যা চোখ ও ত্বকের জন্য ক্ষতিকর। রূপবিশেষজ্ঞ ফারহানা রুমির পরামর্শ অনুযায়ী, কিছু সহজ পদ্ধতি মেনে চললে চোখ ও পাপড়ি সুরক্ষিত রেখে মাসকারা তোলা সম্ভব।
♦ প্রথমত, সাধারণ ফেস ওয়াশ নয়, বরং চোখের আশপাশের সংবেদনশীল ত্বকের জন্য তৈরি ‘আই মেকআপ রিমুভার’ ব্যবহার করা অপরিহার্য। এটি চোখের জ্বালাভাব দূর করে। ওয়াটারপ্রুফ মাসকারার জন্য তেল ও পানি- এই দুই স্তরের ফর্মুলার রিমুভার (যেমন : বিউটি বাম বা মাইসেলার ওয়াটার) সবচেয়ে কার্যকর। মনে রাখা উচিত, সুগন্ধি বা অ্যালকোহলযুক্ত পণ্য চোখের ত্বককে শুষ্ক করে দিতে পারে, তাই উপাদানবিহীন মাসকারা রিমুভার বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
♦ মাসকারা তোলার সময় তুলার বলের পরিবর্তে শক্ত তুলার প্যাড ব্যবহার করুন, যাতে ছোট তন্তু চোখে ঢুকে সংক্রমণ করতে না পারে। তুলার প্যাডে রিমুভার ভিজিয়ে চোখের ওপর ১৫ থেকে ৩০ সেকেন্ড হালকাভাবে চেপে ধরে রাখুন। এতে মাসকারার ওয়্যাক্স ও রঞ্জকগুলো দ্রবীভূত হবে এবং জোরে ঘষার প্রয়োজন হবে না।
♦ মাসকারা তোলার সময় অবশ্যই চোখ বন্ধ রাখুন, যাতে রিমুভার বা মাসকারা চোখে ঢুকে জ্বালাভাব সৃষ্টি না করে। চোখের বাইরের দিক থেকে ভিতরের দিকে মুছলে ব্যাকটেরিয়া চোখে ঢোকার সম্ভাবনা কমে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আলতোভাবে কাজ করা। চোখের চারপাশের ত্বক খুবই পাতলা; অতিরিক্ত চাপ দিলে কোলাজেন ক্ষতিগ্রস্ত হয় এবং ত্বকের বার্ধক্য ত্বরান্বিত হতে পারে।
♦ প্রথম ধাপে তুলা দিয়ে তোলার পর, নরম মেকআপ ওয়াইপ দিয়ে দ্বিতীয়বার পরিষ্কার করে নেওয়া ভালো। এরপর আই মেকআপ রিমুভারে থাকা তেলের স্তর তুলতে সফট ফোম ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিন।
সবশেষে, মাসকারা তোলার পর চোখের ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। তাই রাতে একটি ভালো আই ক্রিম বা সংবেদনশীল ত্বকের জন্য পেট্রোলিয়ামযুক্ত ‘প্রোটেকটিভ ক্রিম’ ব্যবহার করুন। এবং ভুলেও হাত দিয়ে মাসকারা টেনে তোলার অভ্যাস করবেন না, কারণ এতে আপনার প্রাকৃতিক পাপড়ি উঠে যেতে পারে, যা গজাতে ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে। সঠিক যতেœ মাসকারা ব্যবহার হোক আনন্দদায়ক, ক্ষতিকর নয়।