চট্টগ্রাম নগরীর পতেঙ্গা কাটগড় এলাকায় ‘মব’ সৃষ্টির পর পুলিশের কাছ থেকে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার পতেঙ্গা থানার কাটগড় এলাকায় এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া গাড়িটি উদ্ধারে অভিযান চলছে জানিয়ে পুলিশ বলছে এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
জানা যায়, কাঠগড় এলাকায় ব্যস্ততম সড়কে ব্যাটারিচালিত অটোরিকশাটি চলাচল করলে সেটি আটক করে ট্রাফিক পুলিশ। পরে গাড়িটি জব্দ করে ট্রাফিক পুলিশ কনস্টেবল রেকার অপারেটর নজরুল ইসলাম নিজে চালিয়ে নিয়ে আসছিলেন। তখন ৫০ থেকে ৬০ জনের একটি দল গাড়িটি আটকায়। একপর্যায়ে লাঠি দিয়ে গাড়ির সামনের কাচ ভেঙে দেওয়া হয়। এতে ট্রাফিক কনস্টেবল নজরুল আহত হন। পরে অশ্লীল ভাষায় গালাগাল করে নজরুলের কাছ থেকে গাড়িটি ছিনিয়ে নিয়ে চলে যায় ওই মব চক্র। সে সময় একজন ট্রাফিক পুলিশ সার্জেন্ট ও একজন ট্রাফিক পুলিশ সদস্য পাশে থাকলেও তাঁরা অসহায়ের মতো দাঁড়িয়ে ছিলেন। এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানেও একই চিত্র দেখা যায়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-পরিদর্শক (টিআই-পতেঙ্গা) সেলিম খান বলেন, অবৈধ ইজিবাইকটি বিমানবন্দরসংলগ্ন কাঠগড় এলাকার ব্যস্ততম সড়কে চলাচল করলে পুলিশ সেটিকে আটক করে। এরপর ৫০-৬০ লোক এসে, যাদের বেশিরভাগই অটোরিকশা চালক মব সৃষ্টি করে হামলা করে গাড়ির কাচ ভেঙে দেয়।
তিনি জানান, এ ঘটনায় পুলিশের এক সদস্য আহত হয়েছেন। তিনি চিকিৎসাধীন রয়েছেন। অটোরিকশাটি উদ্ধারের চেষ্টা চলছে। একই সাথে হামলার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/নাজিম