বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কমিটি দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত প্রথম বোর্ড সভায় নবনির্বাচিত পরিচালকদের মধ্য থেকে ২৩টি স্ট্যান্ডিং কমিটির প্রধান মনোনীত করা হয়।
সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবির নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেখানে তিনি দেশের মাদ্রাসাগুলোতে ক্রিকেট বিস্তারের পরিকল্পনার কথা জানান।
বিসিবি সভাপতি বলেন,'মাদ্রাসায় লাখ লাখ ছাত্র আছে। সেখান থেকেও ক্রিকেটার উঠে আসতে পারে, সেই লক্ষ্যে আমরা ব্যবস্থা নিচ্ছি।'
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ছোট ফরম্যাটে মাদ্রাসাভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের চিন্তাভাবনা করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা এখনো হয়নি, তবে পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ শুরু করবে বিসিবি।
সূত্র মতে, আপাতত ১০ ওভারের একটি ফরম্যাটে মাদ্রাসা ক্রিকেট শুরু করার কথা ভাবছে বোর্ড। দিনের শেষে, বিশেষ করে মাগরিবের নামাজের আগে সময়টুকু বিবেচনায় নিয়ে এই আসর আয়োজন করা হতে পারে বলে প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে।
স্কুল ও কলেজ পর্যায়ে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার পাশাপাশি এবার মাদ্রাসাভিত্তিক ক্রিকেট চালু হলে দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্রিকেট প্রতিভা উঠে আসার নতুন এক সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিডি প্রতিদিন/মুসা