এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাইপর্বকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশের কিশোরীরা। সফরের প্রথম প্রীতি ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে দলটি।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে সিরিয়ার বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে ২-০ গোলের জয় পেয়েছে বাংলাদেশ। দুটি গোলই করেন আলপি আক্তার। বিদেশের মাটিতে এটি ছিল বাংলাদেশের কোনো বয়সভিত্তিক নারী দলের প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচ।
সফরে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে আগামী বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। এই দুটি ম্যাচ শেষে বাংলাদেশ দল উড়াল দেবে জর্ডানে, সেখানে অনুষ্ঠিত হবে তাদের বাছাইপর্বের গ্রুপ পর্বের খেলা।
বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ চাইনিজ তাইপে ও স্বাগতিক জর্ডান। গ্রুপ চ্যাম্পিয়ন হলেই বাংলাদেশ জায়গা করে নেবে আগামী বছর চীনে অনুষ্ঠেয় মূল আসর, এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপে।
চলতি বছর এশিয়ান কাপের বিভিন্ন পর্যায়ে দুর্দান্ত সাফল্য দেখিয়েছে বাংলাদেশের নারী ফুটবল। এরই মধ্যে জাতীয় নারী দল ও অনূর্ধ্ব-২০ দল চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে। জাতীয় দল অংশ নেবে ২০২৬ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য নারী এশিয়ান কাপে, আর অনূর্ধ্ব-২০ দল খেলবে ২০২৫ সালের এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য আসরে।
বিডি প্রতিদিন/মুসা