অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউড দ্বিতীয় অ্যাশেজ টেস্টেও খেলতে পারছেন না বলে ধারণা করা হচ্ছে। তবে সিরিজের পরের দিকে তাকে পাওয়া যাবে বলে আশাবাদী কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। অন্যদিকে পুরো ফিটনেসের খুব কাছে চলে এসেছেন প্যাট কামিন্স; আগামী সপ্তাহেই ব্রিসবেনে দলে ফেরার সম্ভাবনা আছে তার।
শেফিল্ড শিল্ডে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে পার্থে প্রথম টেস্ট থেকে ছিটকে যান হ্যাজলউড। প্রাথমিক স্ক্যান তেমন কিছু না দেখালেও তাকে আপাতত রিহ্যাবে রাখা হয়েছে। ব্রিসবেনে দলের সঙ্গে যোগ দিয়ে পুনর্বাসন চালিয়ে যাবেন তিনি।
কোচ ম্যাকডোনাল্ড বলেন,'ওইয়ার রিহ্যাবের প্রথম সপ্তাহ চলছে। কখন ফিরবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে সিরিজের কোনো এক পর্যায়ে তাকে পাওয়া যাবে এটা নিশ্চিত।'
দুই দিনের মধ্যে শেষ হওয়া প্রথম টেস্টের কারণে কামিন্সের বোলিং পরিকল্পনায় সামান্য পরিবর্তন এসেছে। তিনি চতুর্থ দিনে বোলিং অনুশীলন করার কথা ছিল, কিন্তু সিডনিতে ফেরায় তা পেছাতে হয়েছে।
তবে কামিন্সের বোলিং ফিটনেস কোচদের আশাবাদী করেছে। ব্রিসবেনের ডে-নাইট টেস্টে তিনি খেলবেন কি না, তা সিদ্ধান্ত নেওয়া হবে শেষ মুহূর্তে। ম্যাচটি পাঁচ দিন চললে পরের টেস্ট পর্যন্ত আট দিনের বিরতি।
ম্যাকডোনাল্ড বলেন,'পার্থে তাকে যেভাবে বোলিং করতে দেখেছি, মনে হয়েছে রিহ্যাব প্রায় শেষ। গতি, তীব্রতা সব ছিল ঠিকঠাক। এখন শুধু টিস্যু শক্তি বাড়ানো এবং ঝুঁকি এড়ানোই লক্ষ্য।'
কামিন্স-হ্যাজলউড দুজনকেই ছাড়াই পার্থে দুর্দান্ত ব্যাটিং-বোলিং শো দেখিয়েছে অস্ট্রেলিয়া। মিচেল স্টার্ক ম্যাচে ১০ উইকেট নিয়ে নেতৃত্ব দিয়েছেন, এর মধ্যে প্রথম ইনিংসে ক্যারিয়ার সেরা ৭/৫৮।
স্কট বোল্যান্ড প্রথম দিনে রান-অ্যাটাক সামলেও দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত স্পেলে ম্যাচ ঘুরিয়ে দেন। অভিষিক্ত ব্রেন্ডন ডগেট নেন পাঁচ উইকেট। অপর অভিষিক্ত জেক ওয়েদারাল্ডও দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।
পার্থ টেস্টের আগে হ্যাজলউড ও শন অ্যাবট ছিটকে যাওয়ায় কেবল মাইকেল নেসারকে কভার হিসেবে দলে নেওয়া হয়েছিল। ব্রিসবেন টেস্টের আগে দলে ১৫তম খেলোয়াড় যোগ হতে পারে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া।
অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট ২৯ নভেম্বর থেকে শুরু হবে গাবায়।
সূত্র: ইএসপিএন ক্রিকইনফো
বিডি প্রতিদিন/মুসা