নির্বাচন নিয়ে সংশয় তৈরি হচ্ছে, কারণ একটি অংশ একেক সময় একেক ধরনের কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, দায়িত্বশীলতার সঙ্গে সরকার পরিচালনা করতে হলে অবশ্যই দায়িত্বশীল বিরোধী দল দরকার। বিরোধী দল মানেই শত্রু নয়।
সোমবার রাজধানীর উত্তরায় বাংলাদেশ ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ফ্লাই স্কুলের উদ্যোগ এবং বিএনপির ঐক্যবদ্ধ ঢাকা-১৮ আসনের সহযোগিতায় ‘রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের আলোকে ‘রাষ্ট্র গঠনে চিন্তাশীল তারুণ্যের ভাবনা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়।
গয়েশ্বর চন্দ্র আরও বলেন, যারা এক সময় এ দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, তাদের কথা শোনার জন্য আমরা বেঁচে নেই। দেশবিরোধীদের কথা শোনার তীব্র সমালোচনা করেন তিনি।
বিডি-প্রতিদিন/শআ