বগুড়ার কাহালুতে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাওছার হাবীবের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মেজ বাহীজ্জুলাম চৌধুরী, কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুল মালেক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মাহবুব হাসান, বীর মুক্তিযোদ্ধা ফজের আলী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মান্নান, আদর্শ মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মিল্লাত হোসেন, ইউপি চেয়ারম্যান সেলিম উদ্দিন, গোলাম রব্বানী আকন্দ, নেছার উদ্দিন, সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌস আলী শেখসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/কেএইচটি