২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে বোরো উচ্চফলনশীল (উফশী) ও হাইব্রিড ধানের উৎপাদন বাড়াতে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিরাজদিখান-এর আয়োজনে সোমবার (২৪ নভেম্বর, ২০২৫) ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কৃষি কর্মসূচির আওতায় বোরো উফশী ও বোরো হাইব্রিড ধানের বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়।
এই বিতরণ কর্মসূচির মাধ্যমে কৃষকদেরকে উন্নতমানের উপকরণ দিয়ে উৎসাহিত করা হচ্ছে, যা খাদ্য নিরাপত্তা জোরদার করতে এবং কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে।
এসময় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা আক্তার, উদ্বোধক হিসাবে উপজেলা কৃষি কর্মকর্তা মো: আবু সাঈদ শুভ্র।
বিডি প্রতিদিন/এএম