দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কৃষকদলের বরিশালের বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কৃষকদল কেন্দ্রীয় দফতর সম্পাদক মো. শফিকুল ইসলাম।
তার স্থলে উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি জামাল হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। এ কমিটি কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল অনুমোদন করেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে দলের অনুমোদন ছাড়া ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণ, দলের ভাবমূর্তির বিরুদ্ধে অবস্থানসহ একাধিক অভিযোগের ভিত্তিতে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/মাইনুল