রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামাতে ২৮ দফা প্রস্তাব নিয়ে সমালোচনার মুখোমুখি হতে হয়েছে যুক্তরাষ্ট্রকে। তীব্র আপত্তি জানিয়ে শান্তি প্রস্তাবের একটি খসড়াও তৈরি করেছিল ইউরোপীয় মিত্ররা।
তবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিরা জানিয়েছেন, মার্কিন প্রস্তাবটিতে সংশোধন করা হয়েছে। সোমবারও পরিকল্পনা নিয়ে কাজ চলছে।
যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবে ইউক্রেনকে ভূখণ্ড ছাড়তে, সামরিক সীমাবদ্ধতা মেনে নিতে ও ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা ত্যাগ করতে বলা হয়েছিল। যা ইউক্রেনের জন্য পরাজয় স্বীকারের সমতুল্য হিসেবে ধরা হচ্ছিল।
ট্রাম্প এ প্রস্তাবের বিষয়ে জেলেনস্কিকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময়ও বেঁধে দিয়েছেন। তবে পরবর্তীতে এ বিষয়ে তার নমনীয় মনোভাব দেখা গেছে। জেনেভায় দুই পক্ষ আলোচনায় বসে একটি সংশোধিত শান্তি কাঠামোর খসড়া তৈরি করেছে। যদিও এ নিয়ে বিস্তারিত প্রকাশ করেনি।
সংশোধিত পরিকল্পনায় কীভাবে ইউক্রেনের নিরাপত্তা রক্ষা করা হবে, বা রাশিয়ার চলমান হুমকি মোকাবিলা করা হবে তা এখনও নির্ধারণ করা হয়নি। দুই পক্ষ বৃহস্পতিবারের আগে এ বিষয়ে প্রয়োজনীয় কাজ চালিয়ে যাবেন। যদিও মার্কিন কূটনীতিক মার্কো রুবিও জানিয়েছেন, ট্রাম্প নির্ধারিত সময়সীমা চূড়ান্ত নাও হতে পারে।
সূত্রের মতে, জেলেনস্কি চলতি সপ্তাহেই মার্কিন যুক্তরাষ্ট্রে সফর করতে পারেন, যেখানে ট্রাম্পের সঙ্গে পরিকল্পনার সবচেয়ে সংবেদনশীল বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।
প্রথম প্রস্তাবটি মার্কিন প্রশাসনের কিছু কর্মকর্তাদের জন্যও আশ্চর্যজনক ছিল। দুই সূত্র জানিয়েছে, এটি অক্টোবরে মিয়ামি বৈঠকে তৈরি করা হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন বিশেষ দূত স্টিভ উইটকফ, ট্রাম্পের জামাই জ্যারেড কুশনারসহ অন্য কর্মকর্তারা।
সূত্র: রয়টার্স
বিডি-প্রতিদিন/এমই