যশোর শহরের ধর্মতলা রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৪০ বছর।
রোববার দিবাগত রাত দেড়টার দিকে খুলনা থেকে ঢাকাগামী নকশীকাঁথা ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সোমবার দুপুর পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
মৃত ব্যক্তির পরনে স্কাই ব্লু রঙের জিনস, স্ট্রাইপ শার্ট ও লাল জ্যাকেট ছিল।
যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মৃত ব্যক্তির পরিচয় উদ্ধারের চেষ্টা করেছে। তবে ওই ব্যক্তির ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে ডাটাবেজে কোনো মিল পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/কেএইচটি