দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম। ২০২৩ সালের অক্টোবর মাসে টালিউডের ‘মানুষ’ ছবিতে জিতের বিপরীতে শেষবার তাকে দেখা গেছে। এরপর সরকারি অনুদানের ‘দিগন্তে ফুলের আগুন’ ছবির শুটিং করলেও মুক্তির অপেক্ষায় রয়েছে।
সম্প্রতি এক ফ্যাশন হাউসের উদ্বোধনে অংশ নিয়ে মিম জানান, ২০২৬ সালকে তিনি নিজের কামব্যাকের বছর হিসেবে দেখছেন। তিনি নিশ্চিত করেছেন, আগামী বছরই নতুন সিনেমা ও ওয়েব সিরিজ নিয়ে সিনেমা হলে হাজির হবেন।
সূত্র জানায়, মিম ইতোমধ্যে একটি নতুন সিনেমা ও একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত প্রকল্পগুলোর বিস্তারিত তথ্য প্রকাশ করতে চান না তিনি। এছাড়া আরও কয়েকটি সিনেমা ও সিরিজের কাজ হাতে রয়েছে।
বিরতির সময়েও প্রস্তাবের ঘাটতি ছিল না বলে জানিয়েছেন মিম। তিনি ইচ্ছে করেই সময় নিয়েছিলেন, ভালো মানের প্রজেক্টে কাজ করার জন্য।
মিমের ক্যারিয়ারের উজ্জ্বল সময়গুলোর মধ্যে রয়েছে ২০২২ সালে ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফীর ‘পরান’, এরপর ‘দামাল’, দীপংকর দীপনের ‘অন্তর্জাল’ সিনেমা এবং সানি সানোয়ারের ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’।
দর্শকরা এবার নতুন সিনেমা ও ওয়েব সিরিজে মিমের অভিনয়কে আবারও পেতে উচ্ছ্বসিত।
বিডি প্রতিদিন/আশিক