‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’—এই প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজনীতি বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের (২২-২৩ সেশন) ক্লাস রিপ্রেজেন্টেটিভ (সিআর) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে বিভাগে ভোটগ্রহণ শুরু হয়। ভোটারদের সরব উপস্থিতিতে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। নির্বাচন কমিশনের সার্বিক তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
মোট ১৫৮ জন ভোটারের মধ্যে ১১৩ জন ভোট প্রদান করেন, যা মোট ভোটের ৭১.৫১ শতাংশ।
নারী সিআর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দুইজন। মাত্র ২ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আকলিমা আক্তার। তিনি ডলফিন প্রতীক নিয়ে ৫৬ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুমাইয়া সুলতানা (আলো) কদম ফুল প্রতীকে ৫৪ ভোট পেয়েছেন।
পুরুষ সিআর পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তানভির আহমেদ দোয়েল প্রতীকে সর্বোচ্চ ৫১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজ্জাদ বিন আহসান শাপলা ফুল প্রতীকে ৩৪ ভোট পান। অন্য দুজন—মনসুর আলম (ঘড়ি প্রতীক) ২৩ ভোট এবং আবু নোমান (কলম প্রতীক) ৫ ভোট পান।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রাক্তন দুই সিআর আশরাফ মাহমুদ শাহান, ফাতেমাতুল শুক্লা, হাবিবুর রহমান সুমন ও রবিউল হাসান শাফি। নির্বাচনের ফলাফল বিভাগীয় সহযোগী অধ্যাপক ড. তাসলিমা আক্তারের নিকট হস্তান্তর করা হয়।
নির্বাচন কমিশনার রবিউল হাসান শাফি বলেন, ‘শতভাগ নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতেই আমরা কাজ করেছি। ব্যালট পেপার, অমোচনীয় কালি ও ভোটার তালিকার মাধ্যমে তা সম্ভব হয়েছে।’
ভোটার জয়নুল আবেদীন ফাহিম বলেন, ‘ভোটারের আগ্রহ, প্রার্থীদের প্রচারণা এবং কমিশনের সুষ্ঠু ব্যবস্থাপনায় নির্বাচনি উৎসবের পরিবেশ তৈরি হয়েছিল।’
বিজয়ী সিআর তানভির বলেন, ‘আমি আমার দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট থাকব। ইশতেহার বাস্তবায়নে সকলের সহযোগিতা চাই।’
ফলাফল হাতে পেয়ে বিভাগীয় সহযোগী অধ্যাপক ড. তাসলিমা আক্তার বলেন, ‘বিজয়ী ও বিজিত—সবার জন্যই শুভকামনা। গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকুক, প্রতিনিধিরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে—এই প্রত্যাশা করি।’
বিডি-প্রতিদিন/জামশেদ