‘ভূমিকম্পে আতঙ্ক নয়, করণীয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানুষের মাঝে সচেতনতা বাড়াতে কুষ্টিয়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) শহরের থানা পাড়ায় অবস্থিত সংগঠনের আঞ্চলিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিক। তিনি ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে কীভাবে নিজেকে এবং আশেপাশের মানুষকে সুরক্ষিত রাখা যায় তা নিয়ে করণীয় তুলে ধরেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বসুন্ধরা শুভসংঘ কুষ্টিয়ার ভারপ্রাপ্ত সভাপতি শাকিল প্রামানিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রিয়তা আক্তার, নির্বাহী সদস্য শাহজাহান আলী, সদস্য ফারিয়া তাসরিন, জোবাইদা স্মৃতি, জুনায়েদ আহম্মেদ, আরমিনা খাতুন, রোশনী জাহানসহ শুভসংঘের অন্যান্য সদস্যরা।
এসময় বক্তারা ভূমিকম্প অনুভূত হলে আতঙ্কিত হওয়া যাবে না। বরং প্রথমেই সতর্ক হয়ে নিরাপদ স্থানে অবস্থান নিতে হবে। ঘরে অবস্থান করলে মাথা ও ঘাড় সুরক্ষার জন্য বালিশ বা নরম কাপড় নিয়ে শক্ত টেবিল, খাট বা মজবুত আসবাবের নিচে আশ্রয় নেওয়া জরুরি।
বাইরে কিংবা রাস্তায় থাকলে কখনোই ভবন, গাছ বা বৈদ্যুতিক খুঁটির নিচে দাঁড়ানো যাবে না। এক্ষেত্রে সম্পূর্ণ ফাঁকা স্থানে যেতে হবে। বারান্দা, ব্যলকনি, জানালা, বই বা পণ্য সামগ্রীর শেলফ, আলমারি, কাঠের আসবাবপত্র, বাঁধানো ছবি বা অন্য কোন ঝুলন্ত ভারি বস্তু থেকে দূরে থাকা, জনাকীর্ণ ঘর যেমন- গার্মেন্টস, অফিস, মার্কেটে থাকলে বাইরে বের হওয়ার জন্য দরজার সামনে ভীর কিংবা ধাক্কাধাক্কি না করা, রান্নাঘরে থাকলে যতোটা সম্ভব বের হয়ে আসা, গ্যাসের চাবি বন্ধ করা, লিফট ব্যবহার না করা, উঁচু বাড়ির জানালা, বারান্দা বা ছাদ থেকে লাফ না দেওয়ারও পরামর্শ দেওয়া হয় আলোচনা সভায়।
এছাড়া ফায়ার স্টেশন, হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রর টেলিফোন নম্বর বাড়ির প্রকাশ্য স্থানে রাখা, ভূমিকম্পে কেউ আহত হলে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তাও বক্তারা তুলে ধরেন।
সদস্যরা জানান, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বসুন্ধরা শুভসংঘ এই ধরনের শিক্ষামূলক সভা আয়োজনের মাধ্যমে তরুণ সমাজকে দায়িত্বশীল ও প্রস্তুত করে তুলতে কাজ করে যাচ্ছে।
বিডি প্রতিদিন/কামাল