কবে আবার মাঠে ফিরতে পারবেন শুভমান গিল? এখনই কোনও নির্দিষ্ট দিন জানানো হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে শুভমানকে সুস্থ করে তোলার চেষ্টা চলছে। ঘাড়ের ব্যথার কারণে প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ও এক দিনের সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে শুভমানকে। টি-টোয়েন্টি সিরিজের আগে শুভমনের জন্য বিশেষ রুটিন তৈরি করা হয়েছে।
‘টাইমস অব ইন্ডিয়া’ একটি রিপোর্টে জানিয়েছে, মেরুদণ্ড বিশেষজ্ঞ চিকিৎসক অভয় নেনে ও ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিক্যাল দল শুভমানের জন্য একটি রুটিন তৈরি করেছেন। সেই রুটিন মানতে হবে শুভমানকে। আপাতত বিশ্রামেই থাকবেন তিনি। কয়েক দিন পর তাকে বেঙ্গালুরুতে বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে পাঠানো হবে। সেখানেই রিহ্যাব শুরু হবে শুভমনের।
জানা গেছে, এই সপ্তাহ মুম্বইয়েই থাকবেন শুভমান। বেঙ্গালুরু যাওয়ার আগে চণ্ডীগড়ে যেতে পারেন তিনি। সেখান থেকে সরাসরি বেঙ্গালুরু যাওয়ার কথা ভারতের টেস্ট ও এক দিনের দলের অধিনায়কের। ভারতের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক শুভমান। তাই তাকে খেলানোর সব রকম চেষ্টা চলছে।
কলকাতা টেস্টের সময় ঘাড়ে সমস্যা শুরু হয় শুভমানের। ম্যাচের দ্বিতীয় দিন সকালে তার ঘাড় শক্ত হয়ে যায়। সে দিন ব্যাট করতে নামলেও তিন বল খেলেই উঠে যেতে হয় শুভমানকে। ইডেন গার্ডেন্স থেকে তাকে নিয়ে যাওয়া হয় কলকাতার এক হাসপাতালে। পরের দিনই অবশ্য শুভমানকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে দলের সঙ্গে গুয়াহাটিতেও যান তিনি। কিন্তু তার খেলার সম্ভাবনা না থাকায় ম্যাচ শুরুর আগের দিনই তাকে ছেড়ে দেন কোচ গৌতম গাম্ভীর। গৌহাটি থেকে সরাসরি তিনি মুম্বাই চলে যান চিকিৎসার জন্য।
বোর্ড চেষ্টা করলেও টি-টোয়েন্টি সিরিজেও শুভমনের খেলার সম্ভাবনা কম। কিছু পরীক্ষা করানো হয়েছে শুভমনের। প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল, পেশি সংক্রান্ত কোনও সমস্যা হয়েছে তার।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্রকে উদ্ধৃত করে সর্বভারতীয় একটি সংবাদমাধ্যম জানাচ্ছে, শুভমানের সমস্যা স্নায়ুর। ব্যথা কমানোর ইঞ্জেকশন দিতে হয়েছে ২৬ বছরের ব্যাটারকে। আরও কিছু দিন চিকিৎসা চলতে পারে তার। তার পর শুরু হবে রিহ্যাব। সম্ভবত আগামী জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আবার খেলতে পারবেন শুভমান।
বিসিসিআইয়ের এক কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘‘শুভমানকে ইঞ্জেকশন দিতে হচ্ছে। বেশ কিছু পরীক্ষা করানো হয়েছে। চিকিৎসা শেষ হওয়ার পর কিছু দিন বিশ্রাম নিতে হবে তাকে।। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও ওর খেলার সম্ভাবনা কম।’’
এখন দেখার, বিশেষ রুটিনে শুভমন দ্রুত সুস্থ হয়ে ওঠেন কি না।
সূত্র: আনন্দবাজার
বিডি প্রতিদিন/নাজিম