ভূমিকম্প ও পরবর্তী করণীয় এবং পরিবারকে প্রস্তুত রাখার বিষয়ে সচেতনতা বাড়াতে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার পানহাটা বাজার এলাকায় পথচারী, দোকানদার ও স্থানীয়দের মাঝে লিফলেট বিতরণ করেন সংগঠনের সদস্যরা।
লিফলেটে ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে করণীয়, কোথায় অবস্থান করা ভালো, বাড়ির দুর্বলতা যাচাই, জরুরি ব্যাগ প্রস্তুত রাখাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
এসময় সংগঠনের উপদেষ্টা ও ১১ নম্বর পশ্চিম চরভয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুবকর ছিদ্দিক, প্রাইম কম্পিউটার অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ ও সংগঠনের উপদেষ্টা জাকির হোসেন, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও সংগঠনের সাবেক সভাপতি নুরুল ইসলাম খোকন, পরিবেশকর্মী মো. কাউসার আহমেদ, সভাপতি ফজলে রাব্বি, সাধারণ সম্পাদক তারেক বেপারী, সাংবাদিক আবু আলমসহ কমিটির সদস্য ও বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সভাপতি ফজলে রাব্বি বলেন, ভূমিকম্পে আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি করলে বিপদের ঝুঁকি আরও বেড়ে যায়। তাই আমরা লিফলেটে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করেছি—কীভাবে মাথা ঠান্ডা রেখে নিরাপদস্থানে অবস্থান করতে হয়।
উপদেষ্টা জাকির হোসেন বলেন,অনেকেই এখনও জানেন না ঘরের কোন জায়গাগুলো নিরাপদ, কিংবা ভূমিকম্পের পর কীভাবে বের হতে হবে। আমরা চাই সবাই অন্তত মৌলিক বিষয়গুলো শিখুক।
সাধারণ সম্পাদক তারেক বেপারী বলেন, লিফলেটে ভূমিকম্পের সময় করণীয়, পরবর্তীতে করণীয় এবং পরিবারকে আগাম প্রস্তুত রাখার বিষয়টি উল্লেখ করেছি। এতে মানুষ সহজেই বুঝতে পারবে কী করতে হবে।
ব্যবসায়ীরা জানান, এ ধরনের সচেতনতা খুব প্রয়োজন। আমরা অনেকেই জানি না ভূমিকম্পে কীভাবে নিজে বাঁচবো, পরিবারকে বাঁচাবো। এই লিফলেট পরে কয়েকটি বিষয় শিখতে পারলাম। এ সময় মাথা নিচু করে টেবিল বা মজবুত স্থাপনার নিচে আশ্রয় নেওয়া। বারান্দা, জানালা, কাঁচের দরজা ও আলমারির কাছ থেকে দূরে থাকার নির্দেশনা। বিদ্যুৎ–গ্যাস বন্ধ রাখা, ভবন স্থিতিশীল হলে সিঁড়ি ব্যবহার করে নিচে নামা। পরিবারকে আগাম প্রশিক্ষিত রাখা ও জরুরি ব্যাগ প্রস্তুত রাখার বিষয়গুলো জানতে পেরেছি। বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগটি প্রশংসার দাবিদার।
বিডি প্রতিদিন/কামাল