ভয়াবহ তাজরিন ট্রাজেডির ১৩ বছর পূর্তিতে নিহতদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেছেন শ্রমিকদের স্বজন, আহত শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার সকাল থেকে আশুলিয়ার নিশ্চিন্তপুরে পরিত্যক্ত তাজরিন ফ্যাশনের সামনে এ শ্রদ্ধা জানান তারা।
এ সময় নিহতদের মাগফিরাত কামনায় দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে নিহত ও আহত শ্রমিকদের এক জীবন সমপরিমাণ ক্ষতিপূরণসহ পুনর্বাসনের দাবি জানান।
প্রসঙ্গত, ২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিতপুরে তাজরীন গামেন্টেসে অগ্নিকাণ্ডে প্রায় ১১৭ জন শ্রমিক নিহত হন। এছাড়া আহত হন প্রায় দুই শতাধিক শ্রমিক।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন