ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে সোমবার ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দলে ফিরেছেন দেশটির ইতিহাসসেরা টেস্ট ব্যাটার ও সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন।
৩৫ বছর বয়সী উইলিয়ামসন টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর জিম্বাবুয়ে সফরের টেস্ট সিরিজে বিশ্রামে ছিলেন। এবার পূর্ণ উদ্যমে তিনি ফিরছেন সবচেয়ে মর্যাদার ফরম্যাটে।
প্রধান কোচ রব ওয়াল্টার বলেন, ‘কেনের দক্ষতা এবং অভিজ্ঞতা আমাদের জন্য অনন্য। তাকে আবার টেস্ট দলে পাওয়া দারুণ খবর।’
আগামী ২ ডিসেম্বর ক্রাইস্টচার্চে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ১০ ডিসেম্বর ওয়েলিংটনে দ্বিতীয় টেস্ট এবং ১৮ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুইয়ে হবে শেষ ম্যাচ।
নিউজিল্যান্ড স্কোয়াড:
টম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, জেকব ডাফি, জ্যাক ফকস, মাট হেনরি, ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, কেইন উইলিয়ামসন, উইল ইয়াং।