গোপালগঞ্জ জেলায় পৌর মিলনায়তনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার , পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়ন এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
রবিবার (২৩ নভেম্বর) প্রশিক্ষণের উদ্ধোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: আরিফ-উজ-জামান।
গ্রাম আদালতের আইন ও বিধি নিয়ে বিভিন্ন ভিডিও ক্লিপের মাধ্যমে বিভিন্ন সেশন পরিচালনা করেন ডিআরটি সদস্য মুহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহীদুল ইসলাম, উপপরিচালক (যুব উন্নয়ন অধিদপ্তর) অসিত কুমার সাহা। প্রশিক্ষণে সার্বিক সহযোগীতায় ছিলেন সিনিয়র সহকারী কমিশনার স্থানীয় সরকার শাখা রুনাল্ট চাকমা ও মো. আলিউল হাসানাত খান (ডিস্ট্রিক্ট ম্যানেজার, এভিসিবি-৩ প্রকল্প)।
উল্লেখ্য গোপালগঞ্জ জেলায় ২৮ টি ইউনিয়নের চেয়ারম্যান প্রশিক্ষণে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল