লা লিগায় এলচের মাঠে জয় হাতছাড়া করে মূল্যবান পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ। রবিবার রাতের ম্যাচে দুইবার পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-২ ড্র নিয়ে মাঠ ছাড়ে শাবি আলোনসোর দল। হার এড়ানোর স্বস্তি থাকলেও শিরোপা দৌড়ে এই ড্র রিয়ালের জন্য বড় ধাক্কা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই এলচেকে এগিয়ে নেন আলেশ ফেবাস। রিয়াল কোচ দ্বিগুণ চাপ বাড়াতে এক ঝটকায় তিনটি পরিবর্তন আনেন এবং অবশেষে ৭৮ মিনিটে কর্নার থেকে ডিন হাউসেন সমতা ফেরান।
তবে চার মিনিট পরই এলচের পাল্টা আঘাত, দূরপাল্লার জোরাল শটে দলকে আবার এগিয়ে দেন আলভারো রদ্রিগেস।
কিন্তু ৮৭ মিনিটে এমবাপের তৈরি করে দেওয়া সুযোগ কাজে লাগিয়ে জুড বেলিংহ্যাম রিয়ালকে দ্বিতীয়বার সমতায় ফেরান।
ম্যাচজুড়ে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও গোলরক্ষকদের দৃঢ়তায় সেগুলো ব্যর্থ হয়। প্রথমার্ধে এমবাপে দুটি দারুণ সুযোগ নষ্ট করেন, অন্যদিকে কোর্তোয়া প্রতিহত করেন রাফা মিরের নিশ্চিত গোল।
শেষ দিকে বেলিংহ্যামের শট ঠেকাতে গিয়ে ভিনিসিউসের সঙ্গে সংঘর্ষে আহত হন এলচে গোলরক্ষক ইনিয়াকি পেনিয়া। নাক দিয়ে রক্ত পড়লেও প্রাথমিক চিকিৎসার পর খেলায় ফেরেন তিনি।
সাম্প্রতিক সময়ে ফর্মে নেই রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়ার বিপক্ষে বড় জয় পাওয়ার পর লিভারপুলের কাছে হারের পর রায়ো ভায়েকানোর সঙ্গে গোলশূন্য ড্র, আর এবার এলচের সঙ্গে ২-২ সমতা।
এই ড্র-য়ে ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল, তবে ব্যবধান কমিয়ে ৩১ পয়েন্ট নিয়ে ঠিক পিছনেই বার্সেলোনা। দুই রাউন্ড আগে যেখানে ব্যবধান ছিল ৫ পয়েন্ট, সেখানে এখন তা নেমে এসেছে মাত্র ১-এ।
বিডি প্রতিদিন/মুসা