এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। হংকংয়ের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার (৭ অক্টোবর) অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, দল এখন ‘শক্ত জায়গায়’ আছে এবং সবাই মিলে একটি ইউনিট হিসেবে কাজ করছে।
এই মিডফিল্ডার বলেন,'এই ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা জয়ের জন্যই মাঠে নামব। খেলোয়াড়, কোচিং স্টাফ সবাই একসঙ্গে কাজ করছি। ইনশাআল্লাহ জয় নিয়ে মাঠ ছাড়ব।'
দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট হামজা জানান, বাংলাদেশ দলে এখন আত্মবিশ্বাস ও আগ্রাসী মনোভাব দুটোই রয়েছে। সিলেটি টানে রসিকতার সুরে তিনি বলেন,'বহুত চান্স আছে। কোচের সঙ্গে জমে গেছে, টিমে আগ্রেসিভনেস আছে। ইনশাআল্লাহ উইনিং টিম হমু।'
আগামী ৯ অক্টোবর (বৃহস্পতিবার) ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ হংকংয়ের মুখোমুখি হবে। ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।
এশিয়ান কাপ বাছাইয়ে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে একটিতে ড্র (ভারতের বিপক্ষে) এবং একটিতে হার (সিঙ্গাপুরের বিপক্ষে) পেয়েছে বাংলাদেশ। ফলে পয়েন্ট টেবিলে পিছিয়ে থাকা হ্যাভিয়ের কাবরেরার শিষ্যদের জন্য এই ম্যাচ ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ।
তৃতীয়বারের মতো বাংলাদেশ জাতীয় দলে খেলতে আসা হামজা বলেন,'প্রতিবারই আমার অভিজ্ঞতা আরও ভালো হচ্ছে। আমরা কঠোর পরিশ্রম করেছি। এখন সময় সেটা মাঠে প্রমাণ করার।'
বিডি প্রতিদিন/মুসা