চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজবাজার এলাকায় দুই দোকানিকে ৯ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ।
মঙ্গলবার (৭ অক্টোবর) এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন।
তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণে প্রতিদিনের হালনাগাদ মূল্য তালিকা দোকানে দৃশ্যমান স্থানে প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ পণ্য বাজারজাত না করা এবং বিদেশি পণ্যের ক্ষেত্রে আমদানিকারক বা পরিবেশকের মূল্য সংবলিত সঠিক স্টিকার বা সিল থাকা বাধ্যতামূলক- এসব বিষয় নিশ্চিত করতে দোকানগুলো পরিদর্শন করা হয়।
অভিযানে কর্ণফুলী থানার একটি পুলিশ টিম সহায়তা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি)।
একইদিনে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে কর্ণফুলী উপজেলার বিভিন্ন বাজারে সচেতনতামূলক প্রচারণা ও অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা ও মৎস্য দপ্তর থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
বিডি প্রতিদিন/জামশেদ