‘নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’ নামে নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্র জানান, সরকারি বিধি মেনেই চ্যানেল দুটির অনুমোদন দেওয়া হয়েছে। জানা যায়, ‘৩৬ মিডিয়া লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের অনুকূলে ‘নেক্সট টিভি’র অনুমোদন দেওয়া হয় ২৪ জুন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমান তুহিন। ঠিকানা পুরান ঢাকার গেন্ডারিয়ার করাতিটোলা লেন। এ ছাড়া ‘মিনার্ভা মিডিয়া লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের অনুকূলে ‘লাইভ টিভি’ অনুমোদন দেওয়া হয় গত ১৪ জুলাই। এই প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান। তিনি জুলাই আন্দোলনের সময় জাতীয় নাগরিক কমিটির সদস্য ছিলেন। তবে এনসিপিতে যোগ দেননি।
এই প্রতিষ্ঠানটি ১৪৩ নম্বর সড়ক, গুলশান-১ ঢাকা ঠিকানায় অনুমোদন পায়। দেশে বর্তমানে অনুমোদিত বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা ৫০। এর মধ্যে ৩৬টি পূর্ণ সম্প্রচারে আছে। ১৪টি সম্প্রচারের অপেক্ষায় আছে। অনুমোদিত আইপি টিভির (ইন্টারনেট প্রটোকল টেলিভিশন) সংখ্যা ১৫। টিভি চ্যানেল অনুমোদন পেতে আরও কিছু আবেদন জমা আছে।