বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন এবং বিচারিক দক্ষতা ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে মিসরের শীর্ষ সাংবিধানিক আদালত ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের মধ্যে সমঝোতা হয়েছে। গতকাল প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এবং দেশটির শীর্ষ সাংবিধানিক আদালতের প্রেসিডেন্ট বিচারপতি বুলোস ফাহমি এ-সংক্রান্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। এতে বলা হয়েছে, সমঝোতা স্মারকে উভয় দেশের বিচারব্যবস্থার দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা, অন্তর্ভুক্তি ও কারিগরি সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যক্ত করা হয়েছে উভয় দেশের সাংবিধানিক, আইনি ও বিচারিক সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার। আর এ সহযোগিতার অঙ্গীকার বাস্তবায়নে যৌথ প্রশিক্ষণ, গবেষণা, সেমিনার, সফর, বিচারিক জ্ঞান ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়কে মূল ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয়েছে সমঝোতা স্মারকে।