চট্টগ্রামের হাটহাজারীর মদুনাঘাট এলাকায় মোটরসাইকেলযোগে আসা অস্ত্রধারীদের গুলিতে প্রাইভেট কারে থাকা আবদুল হাকিম (৫২) নামে এক যুবদল কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল মদুনাঘাট ব্রিজসংলগ্ন হাটহাজারী এলাকায় হাকিমকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
আবদুল হাকিম বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাসিন্দা এবং ওই এলাকার হামিম অ্যাগ্রোর স্বত্বাধিকারী। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ বলেন, একদল মোটরসাইকেল আরোহী দুর্বৃত্ত আবদুল হাকিমের গাড়ি লক্ষ করে এলোপাতাড়ি গুলি করে। এ ঘটনায় অন্য একজন গুলিবিদ্ধ হয়েছেন। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জানা গেছে, আবদুল হাকিম গতকাল বিকালে রাউজানের খামারবাড়ি থেকে একজনকে নিয়ে প্রাইভেট কারযোগে কাপ্তাই সড়ক হয়ে চট্টগ্রাম মহানগরের দিকে যাচ্ছিলেন। তিনি চালকের পাশের আসনে বসা ছিলেন। মদুনাঘাট পৌঁছালে একদল মোটরসাইকেল আরোহী অস্ত্রধারী তাঁর গাড়ির পিছু নেয়। এরপর পানি শোধনাগার এলাকায় পৌঁছালে অস্ত্রধারীরা গাড়ি লক্ষ করে গুলি করতে থাকে। এতে আবদুল হাকিমসহ দুজন গুলিবিদ্ধ হন। তবে অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।