বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল থেকে দিনভর কুড়িগ্রাম জিয়া বাজার, চাউল বাজার ও পুরাতন পশু হাসপাতাল মোড় এলাকায় এই লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইদ্রিস আলী, মোসলেম উদ্দিন মোল্লা দুলাল, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল আলীম, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রানা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, সিনিয়র সহসভাপতি নাসিম পারভেজ তারা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইদ্রিস আলী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
লিফলেট বিতরণের সময় জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, আমরা দেশনায়ক তারেক রহমান প্রদত্ত ৩১ দফা কর্মসূচির লিফলেট ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় গেলে এই ৩১ দফার মাধ্যমেই আগামী দিনের নতুন ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তুলবে। এসময় তিনি ধানের শীষের পক্ষে সকলের কাছে ভোট প্রার্থনা করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ