সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে তৈরি হচ্ছে দেশের প্রথম হাসপাতালভিত্তিক ভার্টিপোর্ট (ছোট উড়োজাহাজ ওঠানামার স্থান)। এর মাধ্যমে খুব অল্প সময়েই এয়ার ট্যাক্সি বা উড়োজাহাজ ট্যাক্সি ব্যবহার করে রোগীদের হাসপাতালে আনা-নেওয়া করা যাবে।
বুধবার ক্লিভল্যান্ড ক্লিনিক আবুধাবি এ তথ্য জানায়। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রভিত্তিক উড়োজাহাজ নির্মাতা সংস্থা আর্চার এভিয়েশন ইনকর্পোরেটেড–এর সহযোগিতায় হাসপাতালের বিদ্যমান হেলিপ্যাড পরিবর্তন করে নতুন এই ভার্টিপোর্ট তৈরি করছে। এতে সাধারণ হেলিকপ্টার ও আধুনিক বৈদ্যুতিক উড়োজাহাজ—দুটোই চলাচল করতে পারবে।
এই উড়োজাহাজ ট্যাক্সি কয়েক মিনিটের মধ্যেই হাসপাতাল থেকে আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় যাতায়াত করতে পারবে, যেখানে আগে সড়কপথে এক থেকে দেড় ঘণ্টা সময় লাগত। এটি শুধু জরুরি রোগী পরিবহন নয়, বরং গুরুত্বপূর্ণ অঙ্গ প্রতিস্থাপনের মতো সময়সংবেদনশীল কাজেও ব্যবহার হবে।
এই প্রকল্পে ব্যবহৃত হবে আর্চার এভিয়েশনের তৈরি বৈদ্যুতিক উড়োজাহাজ ‘মিডনাইট’। এটি চারজন যাত্রী বহন করতে সক্ষম এবং প্রচলিত হেলিকপ্টারের তুলনায় অনেক কম শব্দ ও দূষণ সৃষ্টি করে। অল্প চার্জে দ্রুত পরপর একাধিক ফ্লাইট পরিচালনা করা যায়। আর্চার এভিয়েশন সংস্থাটি হবে ইউএই’র প্রথম বাণিজ্যিক উড়োজাহাজ ট্যাক্সি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান।
হাসপাতাল ভার্টিপোর্ট প্রকল্পটি আবুধাবির ক্রুজ টার্মিনালে (যাত্রীবাহী জাহাজঘাটায়) তৈরি আগের হাইব্রিড ভার্টিপোর্টের পর দ্বিতীয় উদ্যোগ। আর্চারের কর্মকর্তা ব্রায়ান বার্নহার্ড বলেন, এটি শুধু স্থান নয়, জীবনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোকেও একসঙ্গে যুক্ত করবে। তিনি জানান, আর্চার ও সংযুক্ত আরব আমিরাতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ একসঙ্গে কাজ করছে, যাতে আবুধাবি শহরজুড়ে আধুনিক এয়ার মোবিলিটি নেটওয়ার্ক গড়ে তোলা যায়।
এর আগে জুন মাসে আবুধাবির ক্রুজ টার্মিনালে সফলভাবে প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়। ওই সময় ইহ্যাং কোম্পানির তৈরি EH216-S নামের দুই আসনের স্বয়ংক্রিয় বৈদ্যুতিক উড়োজাহাজ পরীক্ষা করা হয়, যা বিশ্বের প্রথম অনুমোদিত পাইলটবিহীন উড়োজাহাজ হিসেবে পরিচিত। খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আর্চারের উড়োজাহাজ ট্যাক্সি চলতি বছরের শেষ নাগাদ চালু হতে পারে।
সূত্র : খালিজ টাইমস