ভারতীয়দের জন্য ভিসানীতি শিথিল না করার ঘোষণা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
ভারত সফরের আগে এ তথ্য জানিয়েছেন তিনি। বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করতে দুই দিনের সফরে বর্তমানে ভারতে অবস্থান করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বুধবার ভারতে পৌঁছান তিনি।
সাম্প্রতিক বাণিজ্য চুক্তির সুবিধা তুলে ধরার চেষ্টা করেন স্টারমার। একশ’র বেশি উদ্যোক্তা, সাংস্কৃতিক নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। এর লক্ষ্য যুক্তরাজ্যের বিনিয়োগ বাড়ানো এবং অর্থনৈতিক গতি ত্বরান্বিত করা।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী জানান, ভারতের সঙ্গে বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নের ‘বড় সুযোগ’ রয়েছে। তবে ভারতীয় কর্মী বা শিক্ষার্থীদের জন্য নতুন ভিসা সুবিধা খোলার কোনও পরিকল্পনা নেই। আলোচনা ভিসা নিয়ে নয়, আলোচনা হবে ব্যবসায়িক অংশীদারত্ব, বিনিয়োগ, চাকরি ও যুক্তরাজ্যের সমৃদ্ধি বৃদ্ধি নিয়ে।
কয়েক বছর ধরে আলোচনার পর গত জুলাইয়ে ভারতের সঙ্গে একটি বাণিজ্যচুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাজ্য। চুক্তির লক্ষ্য, লাখ কোটি পাউন্ডের বাণিজ্য সম্প্রসারণের অংশ হিসেবে যুক্তরাজ্যের গাড়ি ও হুইস্কি সস্তায় ভারতে রফতানি করা এবং ভারতীয় পোশাক ও গয়না সস্তায় যুক্তরাজ্যে আমদানি করা।
এছাড়া চুক্তির অংশ হিসেবে যেসব ভারতীয় স্বল্পমেয়াদি ভিসা নিয়ে যুক্তরাজ্যে কাজ করবেন, তারা সামাজিক নিরাপত্তা (সোশ্যাল সিকিউরিটি) ব্যয়ে তিন বছরের জন্য ছাড় পাবেন। তবে মন্ত্রীরা জোর দিয়ে বলেছেন, অভিবাসননীতিতে কোনও বিস্তৃত পরিবর্তন আনা হয়নি।
যুক্তরাজ্যের বর্তমান লেবার সরকার দেশটিতে অভিবাসন কমিয়ে আনার চেষ্টা করছে। গত সপ্তাহে দলীয় সম্মেলনে বিদেশিদের স্থায়ীভাবে বসবাসের ক্ষেত্রে নিয়মনীতি কঠোর করার ঘোষণা দেওয়া হয়েছে।
ভারতে যাওয়ার পথে বিমানের ভেতর সাংবাদিকদের স্টারমার বলেন, ভারতের সঙ্গে এই বাণিজ্যচুক্তিতে ভিসার কোনও ভূমিকা নেই। ভিসানীতিতে কোনও পরিবর্তন আসেনি। সূত্র: বিবিসি, এনডিটিভি
বিডি প্রতিদিন/একেএ