জামালপুরে ‘প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।
বুধবার সকালে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুই দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক (উপসচিব) আবুল কালাম।
বক্তারা বলেন, শুদ্ধ বাংলা ভাষা ব্যবহারে সব ক্ষেত্রেই উদাসীনতা লক্ষ্য করা যায়, তাই প্রাথমিক বিদ্যালয় থেকেই প্রমিত বাংলা ভাষার প্রয়োগের পাশাপাশি সব ক্ষেত্রেই এর প্রয়োগ নিশ্চিত করতে হবে।
এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. আজিজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসনিম ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী আহসানসহ অনেকে।
দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় জামালপুর জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন শিক্ষক অংশগ্রহণ করেছেন।
বিডি প্রতিদিন/কেএ